রামগড়ে মডেল মসজিদ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি রামগড় উপজেলায় সরকার কর্তৃক আধুনিক মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগন। মঙ্গলবার (২৪ মে) সকাল দশটায় রামগড় বাসস্ট্যান্ড চত্বরে সড়কের দুপাশে কয়েকশ আলেম ওলামা, ছাত্র, শিক্ষক সাধারণ মানুষ, সকল শ্রেণীপেশার মুসলমানরা মডেল মসজিদ নির্মাণের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, জেলা ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রামগড় কোর্ট মসজিদের খতিব মোঃ আক্তার হোসেন জিহাদি, বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মডেল মসজিদ নির্মাণে যেন সরকার আন্তরিক হন। তারই ধারাবাহিকতায় স্মারকলিপি দেয়া হয়েছে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। রামগড় বাসির স্বপ্ন যেন দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদ বরাবরও স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।
মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করেন। এসময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, তিনি স্থানীয়দের দাবির বিষয়ে সরকার প্রধানের নিকট পেশ করবেন।