[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালিত

৩৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রতি বছরের মতো এবারও আর্ন্তজাতিক প্রসবজনিত ফিস্টুল নির্মূণ দিবস পালিত হয়েছে। “মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, কমিউনিটিকে সচেতন করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করি” এ প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে আয়োজকরা। সোমবার (২৩ মে) দুপুরে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ’র আয়োজনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে দিবসটি ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা এসআরএইচআর অফিসার ডা. স্বর্ণা বাড়ৈ’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিচালক ডা. নিতিশ চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. আরেফিন আজিম, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও মোঃ শওকত আকবর, শিশু বিশেষজ্ঞ ডা. এমএ আব্দুল হাই, গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার সুমন চাকমা, এসিস্টেন্ট ফিস্টুলা ফিল্ড কো-অরডিনেটর তটিনী চাকমা। অনুষ্ঠানে হাসপাতালের স্বাস্থ্য সহকারী নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশে দিন দিন প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে আক্রান্ত নারীদের শারীরিক সমস্যার পাশাপাশি সামাজিকভাবেও অবহেলা এবং অবমাননার শিকার হতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে স্বামীহারা হয়ে এক ঘরে রাখা হয় এ রোগে আক্রান্ত নারীদের।

বক্তারা বলেন, এ রোগের আক্রান্ত রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা দিচ্ছে হোপ ফাউন্ডেশন। এমনকি যাতায়াত ভাড়াও রোগীকে বহন করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই ফাউন্ডেশন। কোন ব্যক্তি যদি এ রোগের আক্রান্ত রোগীকে চিহ্নিত করে আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করিয়ে দেয় তবে তাকে পুরস্কৃত করা হবে।