এবার দীপংকরের জন্য ভোট চাইলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দীর্ঘ ১০ বছর পর আগামীকাল ২৪মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কাউন্সিল। তবে এইবারের কাউন্সিল অন্যান্য কাউন্সিলগুলো থেকে আলাদা। কেননা বিগত ২৬ বছর ধরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি পাহাড়ের “দাদা” খ্যাত দীপংকর তালুকদার,এমপি। গত ২৬ বছরে যেসব কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী থাকলেও সভাপতি পদে কোন প্রতিদ্বন্দী ছিলনা। তবে এইবার সভাপতি পদে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভপতি নিখিল কুমার চাকমা প্রতিদ্বন্দীতা করার ঘোষণা দেওয়ার পর পাল্টাতে থাকে জেলার রাজনৈতিক আবহাওয়া। গত শনিবার রাতে দীপংকর তালুকদারের সর্মথনে আওয়ামীলীগের ৯টি সহযোগী সংগঠনের বিবৃতির পর এই তার পক্ষে ভোট চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
রোববার (২২মে) বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রশান্তি পার্কে দলীয় কাউন্সিলকে ঘিরে অনুষ্ঠিত বৈঠকে কাউন্সিলরদের কাছে সভাপতি পদে দীপংকর তালুকদারের পক্ষে ভোট চাওয়া হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের পক্ষে এ বৈঠকে অংশ নেন, জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল সহ স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।