রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করণ ও ভিজিএফ চাল বিতরণ
॥ মোঃ আরিফুর রহমান ॥
মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ ” জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এই স্বপ্ন কে রুপ দিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করণ সহ মৎসজীবীদের ভিজিএফ চাল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০মে) সকালে রাঙ্গামাটি ভিএফডিসি’র উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠানের প্রদান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এস এম ফেরদৌস ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ: মাহবুবুল হক, অতিরিক্ত আইজি নৌ পুলিশ মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম মৎস্য বন্দর এর বিএন মহাব্যবস্থাপক কমান্ডার এম আর কে জাকারিয়া রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো মারুফ আহম্মেদ সহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশের অভ্যন্তরীণ বন্ধ জলাশয়সমূহের মধ্যে সর্ববৃহৎ। আয়তন প্রায় ৬৮,৮০০ হেক্টর যা অভ্যন্তরীণ মোট জলাশয়ের প্রায় ১৯ % । মূলতঃ জল বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ হ্রদ তৈরী হলেও কৃত্রিম ভাবে সৃষ্ট এ হ্রদের জলায়াতন মৎস্য উৎপাদন , দেশীয় ও বৈদেশিক মুদ্রা উপার্জন, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের আর্থ – সামাজিক উন্নয়নসহ জীবন মান উন্নয়ন থেকে শুরু করে দেশের সামগ্রিক মৎস্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হ্রদ সৃষ্টির শুরু থেকেই মৎস্যসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওপর অর্পিত দায়িত্ব প্রপ্তির পর থেকে হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন প্রতি বছর মে মাসে মাছের পোনা অবমুক্ত করে এছাড়া মা মাছের অবাধ বিচরণের জন্য অভয়াশ্রম সংরক্ষণ স্বাস্থ্যম্মতভাবে মৎস্য অবতরণ নিশ্চিতকরণ, মৎস্যজীবীদের ধৃত মাছের ন্যয্য মূল্য নিশ্চিতকরণ, মাছ সংরক্ষণের জন্য বরফ সরবরাহ, মাছ ধরা বিরতকালীন অবৈধ মৎস্য শিকাররোধে আভযান পরিচালনা করে আসছে।
আলোচনা সভা শেষে, বেলুন উড়িয়ে ও কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।