দীঘিনালায় উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০মে) খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা পযার্য় মতবিনিময় সভায় নালকাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন দেওয়ান‘র সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক চাইলাঁউ প্রু মারমা, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি সুজল চাকমা, মাইসছড়ি গামারিঢালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরাও বেসরকারি শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত পাঠদান করে থাকি। আমরা বিনা বেতনে কাজ করছি। আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারের কাছে দাবী আমাদের দূর্গম পার্বত্য অঞ্চলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করনের অধীনের এনে শিক্ষকদের মানবেতর জীবন থেকে মুক্ত করুন। আমরা বেসরকারি প্রাথমিক শিক্ষকরা শান্তিপূর্ন সমাবেশের মাধ্যমে সরকারের কাছে আমাদের দবী দাওয়াগুলো তুলে ধরব।