[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

১১৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ভুমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে। ১৯ মে বুধবার সকাল ১০ টায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এনামুল হাসান, উপজেলাধীন ৯টি মৌজার হেডম্যানগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এনামুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। আলোচনায় হেডম্যানদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিন্দুক মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, মাইসছড়ি মৌজার হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, চৌংড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাচিমিং চৌধুরী প্রমূখ।

আলোচনায় বক্তারা ভুমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ই-নামজারির আবেদন গ্রহন, ভুমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমূখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করেন। সপ্তাহব্যাপী কর্মসূচীতে ভুমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আহবান জানান।