[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে আগর বাগান মালিক সমিতির বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

১০৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই আগর বাগান মালিক সমিতির বার্ষিক সভা ও নতুন কমিটি করা হয়েছে। বুধবার (১৮মে)দিন ব্যাপী কাপ্তাইয়ে আগর মালিকদের এক সভা আগর বাগানে অনুষ্টিত হয়। সভায় ১২০জন আগর মালিক তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করে। তারা জানান বন বিভাগ ২০০৭-২০০৮সনে ১৫ বছরের জন্য সামাজিক বনায়নের জন্য চুক্তি করে। কিন্ত ১৫ বছর সম্পন্ন হলেও বন বিভাগ আগর মালিকদের সাথে কোন মতামত না করে ঐ বাগানে নতুন করে অন্য প্রকল্প করতে চালছে।

আগর বাগান মালিক চাষি আবুল কালাম,তরিক,প্রশান্ত ধর,জাহাঙ্গীর আলম ও লিটন এরা অভিযোগ করে বলেন,এ বাগান প্রথম হতে শেষ পযন্ত আমরা লক্ষ, লক্ষ টাকা ব্যয় করেছি। কিন্ত পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ আমাদের সাথে কোন কথা না বলে আগর বাগানে নতুন প্রকল্প করা সময়োচিত নয়। সভায় সভাপতিত্ব করেন আগর বাগান মালিক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল। সঞ্চলনায় করেন আগর বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমেদ। বক্তব্য রাখেন আগর বাগান মালিক সদস্য মোঃ নজরুল ইসলাম, সেকান্দর হোসেন, আহমেদ শরীফ,দস্তগীর,স্বপন কুমার দে,মনিরসহ প্রমুখ। পরে সকলের মতামতের ভিত্তিতে আগামি তিন বছরের জন্য সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,সম্পদক লোকমান আহমেদ, সাংগঠনিক তরিক উল্লাহ্ ও অর্থ সম্পাদক প্রদীপ কান্তিদে কে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।