[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানখাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের দ্রুত বিচারের দাবীতে দীঘিনালায় বিক্ষোভকাপ্তাই হ্রদের পানি ১০৮ ফুট অতিক্রম করলে জলকপাট খুলে দেয়া হবেখাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র রিপন গ্রেপ্তারকৃষিজাত পন্য উৎপাদনে ভালো স্থান পার্বত্য চট্টগ্রামে পতিত উঁচু নিচু ভুমিখাগড়াছড়ির দীঘিনালায় ৪জন নিহতের ঘটনা গুজব দাবী করল ইউপিডিএফপানছড়িতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা উদ্যোগ প্রশংসনীয়রাজস্থলীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিতদীঘিনালায় জুলাই পুনজাগরণ বৈষম্যমুক্ত সমাজ গঠনের শপথখাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদামের চারা বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে আগর বাগান মালিক সমিতির বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

১১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই আগর বাগান মালিক সমিতির বার্ষিক সভা ও নতুন কমিটি করা হয়েছে। বুধবার (১৮মে)দিন ব্যাপী কাপ্তাইয়ে আগর মালিকদের এক সভা আগর বাগানে অনুষ্টিত হয়। সভায় ১২০জন আগর মালিক তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করে। তারা জানান বন বিভাগ ২০০৭-২০০৮সনে ১৫ বছরের জন্য সামাজিক বনায়নের জন্য চুক্তি করে। কিন্ত ১৫ বছর সম্পন্ন হলেও বন বিভাগ আগর মালিকদের সাথে কোন মতামত না করে ঐ বাগানে নতুন করে অন্য প্রকল্প করতে চালছে।

আগর বাগান মালিক চাষি আবুল কালাম,তরিক,প্রশান্ত ধর,জাহাঙ্গীর আলম ও লিটন এরা অভিযোগ করে বলেন,এ বাগান প্রথম হতে শেষ পযন্ত আমরা লক্ষ, লক্ষ টাকা ব্যয় করেছি। কিন্ত পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ আমাদের সাথে কোন কথা না বলে আগর বাগানে নতুন প্রকল্প করা সময়োচিত নয়। সভায় সভাপতিত্ব করেন আগর বাগান মালিক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল। সঞ্চলনায় করেন আগর বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমেদ। বক্তব্য রাখেন আগর বাগান মালিক সদস্য মোঃ নজরুল ইসলাম, সেকান্দর হোসেন, আহমেদ শরীফ,দস্তগীর,স্বপন কুমার দে,মনিরসহ প্রমুখ। পরে সকলের মতামতের ভিত্তিতে আগামি তিন বছরের জন্য সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,সম্পদক লোকমান আহমেদ, সাংগঠনিক তরিক উল্লাহ্ ও অর্থ সম্পাদক প্রদীপ কান্তিদে কে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।