॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ। কলেজে প্রায় এক হাজার ৫শ অধিক শিক্ষার্থী রয়েছে। কলেজের অভ্যন্তরীণ সৌন্দর্য ও শিক্ষার উপযোগী মনোরম পরিবেশের জন্য সারাদেশে সুনাম অর্জন করেছে। কিন্তু বর্তমানে সেই সরকারি মহিলা কলেজ সড়কের রাস্তার উপর সাপ্তাহিক হাট বাজারে কলা বাজার বসানো হয়েছে। যার ফলে বাজারটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রীদের ইভটিজিংসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছে এমনই অভিযোগ করে পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরীর বরাবর চিঠি পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭মে) খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলমগীর স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয় যে, প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাস্তায় প্রচন্ড যানজট সৃষ্টি হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা যথাসময়ে কলেজে উপস্থিত হতে পারছে না। কলেজের বেশিরভাগ শিক্ষার্থী হেঁটে কলেজে আসা-যাওয়া করে। সড়কে বাজার বসার ফলে অনেক শিক্ষার্থী ভীড়ের মধ্যে ইভটিজিং এর শিকার হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ছাত্রীরা যৌন হয়রানি শিকারও হতে পারে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে।
কলেজের সন্নিকটে বাজার বসার ফলে শিক্ষার উপযোগী পরিবেশ বিঘ্নিত হবে। বাজারে কারণে বড় বড় ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাবে।
এ অবস্থা থাকলে কলেজের শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার স্বার্থে কলাবাজার মহিলা কলেজ রোড থেকে অন্যত্র স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
ইভটিজিং শিকার হয়েছে কিনা এসব বিষয়ে সংশ্লিষ্ট কলেজের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, কলেজ রোডে কলা বাজার বসায় সমস্যা হয়েছে অনেক। আগে থেকে এমনে যানজটের কারণে দেরিতে ক্লাসে পৌঁছে। বর্তমানে একদিকে যানজট অন্যদিকে ইভটিজিং শিকারসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।