বান্দরবানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণকারী আটক
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে সদর উপজেলায় বাড়িতে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ের মোঃ ফরহাদ উদ্দীন (৩০) যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি স-মিল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
আটককৃত মোঃ ফরহাদ উদ্দীন (৩০), সে বান্দরবান সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি মূখ পাড়ার আমান চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে ভিকটিমের স্বামী থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবশেষে লেমুঝিড়ি স-মিল থেকে তাকে আটক করা হয়েছে।
বান্দরবান সদর থানার (ওসি) তদন্ত মির্জা জহির উদ্দীন বলেন, ধর্ষণের অভিযোগে মোঃ ফারহাদ উদ্দিন(৩০)কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধের আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার (১৪মে) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লেমুঝিরি মূখ পাড়ায় স্বর্নতি ত্রিপুরা (২৭) নামে এই নারীকে ধর্ষণ করা হয়।