কাপ্তাইয়ে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ প্রার্থী মিলন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী জমা দিলেন মোঃ আক্তার হোসেন মিলন। তিনি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা। মঙ্গলবার (১৭ মে) দুপুরে মিলন তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ তাঁর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নৌকার মাঝি আক্তার হোসেন মিলন জানান আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও মাদক মুক্ত একটি ইউনিয়ন গঠন করব।বিপুল ভোটে জয়লাভ করবো।