চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে স্বতন্ত্র পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিপ্লব মারমা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা। তিনি সাবেক জাতীয় দলের ফুটবলার ও ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সোমবার(১৬ মে) সকাল সাড়ে ১০ টায় তিনি তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এসময় ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমাসহ তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিপ্লব মারমা সাংবাদিকদের বলেন, আমি অতীতে সুনাম ও দক্ষতার সাথে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আশা করছি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।