[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে সেনা জোনের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

১৫৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোন কর্তৃক জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মে) সকালে জেলা স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন, পিএসসি। উদ্বোধনী ম্যাচে ঠাকুরছড়া জাগরণ ক্লাব ও সায়ারে স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে ৩-০ গোলে হারান সায়ারে স্পোটিং ক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ পেশাগত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এ টূর্ণামেন্টের বাছাইকৃত অংশগ্রহণে রিজিয়ন কাপ ফুটবল ২০২২ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী ম্যাচশেষে ঠাকুরছড়ার জাগরণ ক্লাব দলের ম্যানেজার প্রজ্জ্বল ময় রোয়াজা বলেন, আমাদের ধৈর্য্য ও পরিশ্রমের ফলে আজকের এই বিজয়। আশা রাখছি আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনা আছে। আমরা খুবই আশাবাদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা প্রমুখ।

উদ্বোধনী খেলায় ঠাকুরছড়া জাগরণ ক্লাব’র পক্ষে অংগ্যজাই মারমা (শান্ত) ২টি গোল ও দলের অধিনায়ক মানস ত্রিপুরা ১টি গোল করে। পরবর্তী দলগুলো হচ্ছে ফুরুংনি সাল ক্লাব, শালবন আনসার ও ভিডিপি ক্লাব, ভাইবোনছড়া যুব সংঘ, পার্বত্য ফুটবল ক্লাব, সূর্য শিখা ক্লাব, খাগড়াছড়ি ফুটবল একাডেমি অংশ নিবে। প্রতিদিন দুটি পর্বে কেলা চলবে। প্রথম পর্ব শুরু হবে সাড়ে ৮টায়, দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৩টায়।