রাঙ্গামাটিতে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের তবলছড়িতে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ফিরোজ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে রাঙ্গামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনি এলাকায় একটি অটোরিক্সা পার্কিং করা থাকে। এমন সময় ফিরোজ একটি বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে (১৩) পার্কিং করা অটোরিক্সায় নিয়ে যায়। এসময় স্থানীয়রা টের পেয়ে অটোরিক্সার দিকে গেলে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে ধরে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে তাকে আটক করে। এরপর দুপুরে শিশুটির মা জোসনা বেগম বাদি হয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আটককৃত যুবক তবলছড়ির বিএডিসি কলোনির বাসিন্দা রেজাউল করিমের ছেলে।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে আদালতে প্রেরণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত শিশুকে ডাক্তারী পরিক্ষার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#