রাঙ্গামাটিতে উন্নয়ন বোর্ডের ৬ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন: নিখিল
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্গম নানিয়ারচর উপজেলায় রবিবার (১৫ মে) ৫ কোটি টাকার ৬টি গুরুতপূর্ণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
জন গরুত্বপূর্ণ এসব প্রকল্প গুলো হল নানিয়াচর সরকারি কলেজ একাডেমিক ভবন, কল্যাণপাড়া হতে বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ, বড়পুলপাড়া থেকে শনখোলা পাড়া ও মরাচেঙ্গীর সংযোগ সড়ক,বড়পুলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন, নানিয়াচর কালি মন্দির ভবন ও রত্নাংকুর বন বিহারের অফিসকাম রেস্ট হাউজ এর ভিত্তি প্র্রস্তর স্থাপন। এই কলেজের একাডেমিক ভবন ও বড়পুল পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবনের সমস্যা দীর্ঘদিনের। উন্নয়ন বোর্ড এই সমস্যা সমাধানে এগিয়ে এসে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করায় স্কুল ও কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে এই দূর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্ননের লক্ষ্যে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে এলাকাবাসী ধন্যবাদ জানান। পরে চেয়ারম্যান নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে আয়োজিত দুই দিন ব্যাপী বুদ্ধধাতু, ত্রিপিটক ও মঙ্গল শোভাযাত্রাসহকারে বৈশাখী পূর্ণিমার সমাপনী অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য এলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, ২নং নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমাসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ ।