মাটিরাঙ্গায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ মাটিরাঙ্গা উপজেলা শাখা ও কলেজ শাখার উদ্যোগে আর্থিক অসচ্ছল, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণীর পাঠ্য বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫মে) সকালে মাটিরাঙ্গার চর পাড়াস্থ বাত্রিকস আঞ্চলিক শাখার ভবনের নিচ তলা টিএসএফ’র অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরার সঞ্চালনায় সভাপতি প্রবাস কান্তি ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি শ্যামল ত্রিপুরা, সাবেক সভাপতি কান্তমনি ত্রিপুরা, মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি কানুরায় ত্রিপুরা প্রমুখ।
সভায় বক্তারা ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি, সমাজ উন্নয়নে শিক্ষার প্রতি জোর দেওয়ার আহবান জানান।
আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা এলাকা থেকে বিভিন্ন কলেজে পড়ুয়া একাদশ শ্রেণির গরিব, মেধাবী ২০জন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এসময় সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।