[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ-নির্যাতনে হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা

৬৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা আজ রবিবার (১৫ মে ২০২২) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি সম্প্রতি গত ১০ মে সাজেকের পর্যটন এলাকায় এক কিশোরীকে ধর্ষণ, ১২ মে রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি ও ১৩ মে খাগড়াছড়ি সদরে জনৈক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তুলে ধরে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়ার কারণেই বার বার এ ধরনের ঘটনাগুলো ঘটছে। অতীতে সংঘটিত ধর্ষণ, নির্যাতনের ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে এমন ঘটনা ঘটতো না।

নিরূপা চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এমনিতে জাতিগত নিপীড়ন রয়েছে। ফলে দেখা যায়, ভিকটিম যদি নিরীহ নারী হয় তাহলে অপরাধীরা খুব সহজেই রেহাই পেয়ে যায়। আর এতে উৎসাহিত হয়ে অপরাধীরা পুনরায় একই অপরাধ কর্মে জড়িয়ে পড়ে।

বিবৃতিতে তিনি অবিলম্বে সাজেক ও খাগড়াছড়ি সদরে সংঘটিত ধর্ষণ ও রামগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা এবং নারী ধর্ষণ-নির্যাতন ও পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন বন্ধের দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি-