দীঘিনালায় বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের বানী ধারন করে দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা-২৫৬৬ উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মে) সকাল ৯টায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে এ বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। উপজেলা বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের নারী পুরুষ অংশ গ্রহনে লারমা স্কোয়ার থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্ধোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। পরে শান্তি শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রদক্ষিণ করে লারমা গিয়ে শেষ হয়। পরে একটা সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পার্বত্য ভিক্ষু সংঘ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকীর্তি মহাস্থবির সাধারণ সম্পাদক লোকমিত্র ভিক্ষু, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা এবং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান প্রমূখ।
সন্ধ্যায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় ফানুস বাতি উত্তোলন করা হবে।