[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ের নৃত্যানুষ্ঠান ” নুপুর নিক্কণ “

৭২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যানুষ্ঠান “নুপুর নিক্কন” অনুষ্টিত হয়েছে। রবিবার (১৫ মে) বিকাল ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় এ নুপুর নিক্কন অনুষ্টিত হয়। এসময় সৃজনশীল, লোক, আধুনিক, ফিউশন, আধুনিক এবং ভরত নাট্যম পরিবেশন করা হয়।

শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি খোরশেদুল আলম কাদেরী ও সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চলনায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার প্রধান অতিথি হিসাবে এ নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লেঃ কমান্ডার রাকিবুল হাসান সরকার উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম , চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল ও শিল্পী আবদুর রহিম, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফারুক তাহের, নাট্যনির্দেশক ও প্রশিক্ষক জোবায়দুর রশিদ, চারুশিল্পী প্রদ্যুৎ মজুমদার, সনজিত রায়, সংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী জলি চৌধুরী, তবলাশিল্পী সুদেব দাশ, সুরজিত সেন, চট্টগ্রাম শিল্পকলার অফিস ব্যবস্থাপক মোহাম্মদ নাসির।

স্বাগত বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নৃত্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জয়সীম বড়ুয়া। এসময় নৃত্য উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লাকি তনচংগ্যা, সদস্য সচিব নুর বেগম মিতা, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, সদস্য বাবলু বিশ্বাস অমিতসহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।