সারাদেশের ন্যায় বান্দরবানেও বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামিলীগ সমর্থিতদের হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) বিকালে বান্দরবান শহর কাচা বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যাম্যা চিং সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
বক্তারা বলেন, অবৈধ সরকারকে আর সময় দেওয়া যাবে না। বর্তমান সরকার আওয়ামীলীগ ভোট চুরি করে ক্ষমতায় এসে সারাদেশে খুন গুম অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আর বিএনপি”র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। শুধু তাই নয় ষড়যন্ত্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে উল্লেখ করে। বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবী জানান।
সমাবেশে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা সহ জেলা-উপজেলা অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।