[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

উদীচী’র জেলা সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

৭০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙ্গামাটি জেলা সংসদের অষ্টম জেলা সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিষয় ছিলো- দেশাত্ববোধক গান, গণসঙ্গীত, লোকনৃত্য ও চিত্রাংকন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও রাঙ্গামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী,সঙ্গীত শিল্পী মিলন ধর, নৃত্য শিল্পী মৌসুমী চাকমা, জোনাকী ত্রিপুরা, ত্রিপনা চাকমা, চিত্র শিল্পী মো: ইব্রাহিম ও শিক্ষক মিন্টু বড়ুয়া।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি উদীচীর ৮ম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আশীষ কুমার চৌধুরী, খোরশেদ আলম খোকন, সাগর পাল,বিজয় ধর, অনুজ চৌধুরী, বিপ্লব চৌধুরী,ঈশা ত্রিপুরা, সঞ্জীব বড়ুয়া।

আগামী ২০ মে ২০০২ ইং শুক্রবার বিকাল ৪ টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদীচী রাঙ্গামাটি জেলা সংসদের নেতৃবৃন্দ।