[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়ি উপজেলা নিবার্হী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৩৯

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানে রোয়াংছড়িতে নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম (ইউএনও) বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) দুপুরে রোয়াংছড়ি প্রেসক্লাব ও পল্লী সঞ্চয় ব্যাংক বিদায়ের সৃতিচারণ ভাবে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। গতকাল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, এই বিদায়ী রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরলসভাবে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রগতি ভুমিকা রেখেছেন। তিনি আরো বলেন, তিনি এ উপজেলায় মাত্র দেড় বছর দায়িত্ব পালনকালে এলাকার সকল শ্রেনির মানুষের মাঝে আস্থাভাজন, সম্মানজনক ব্যক্তি ও স্নেহের পাত্র বনে যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা। এছাড়াও স্থানীয় সাংবাদিক রোয়াংছড়ি প্রেসক্লাব অর্থ সম্পাদ ও দৈনিক ভোরের কাগজ সাথোয়াইঅং মারমা, নিবার্হী সদস্য ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা, ইউপি সচিববৃন্দ, সাধারন সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এ বিদায় সংবর্ধনা ও সম্মাননা ভুষিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রোয়াংছড়ি উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মোরাল ও চত্বরে বাউন্ডারি নিমার্ণ করে সৃতিচারণ করে দিয়েছেন। জনপ্রিয়তার কথা উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্যের বলেন, বিদায় হয়ে যাওয়ার পরও তার কাজের জন্য প্রিয়পাত্র স্থানে দীর্ঘদিন স্মরণ করে রাখবে রোয়াংছড়িবাসী।