রাঙ্গামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল কৃষকের
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে এক সাধারণ কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (১১ মে) রাত পৌনে নয়টার দিকে উপজেলার সুবলং ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ড শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে কৃষক লক্ষ¥ী চন্দ্র চাকমাকে দুর্বৃত্তরা গুলি করে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়ে তা নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাত পৌনে নয়টায় সুবলং ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ড শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে লক্ষ্মী চন্দ্র চাকমা রাতের খাবার পর বাড়ীর আঙ্গিনায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় অস্ত্রধারী কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫), পিতা ললিত চন্দ্র চাকমা রাতের ভাত খাওয়ার পর বাড়ির আঙ্গিনায় চেয়ার বসে বিশ্রাম নিচ্ছেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা এসে সাথে সাথে তার গায়ের উপর গুলি করে। এরপর তার মৃত্যু নিশ্চিত হয়ে সেখান থেকে তারা পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে ঘটনার পরে সুবলং ৭ নম্বর ইউপি সদস্য রিটেশ চাকমা এ হত্যার ঘটনাটি নিশ্চিত করেন। এ ঘটনায় কারা জড়িত তিনি নিশ্চিত নন। নিহত ব্যক্তি একজন সাধারণ কৃষক। তার পরিবারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই বলেও উল্লেখ করেন। তবে বিগত ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলের পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল। তবে তিনি এখন পাহাড়ে কৃষি জমিতে চাষবাদ করেন। তার একটি আনারস বাগানও রয়েছে।
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে নিহত ব্যক্তি একজন সাধারণ কৃষক। চাষাবাদ করে ঘর সংসার চালান।
এ ব্যাপারে বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষেও কোন অভিযোগ থানা দখিল করা হয়নি।