[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে দরপত্র ছিনতাই, গ্রেফতার যুবলীগ নেতা

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সভাপতি মুজিবুর রহমান মুজিব ওরফে দীপুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) ভোরের দিকে শহরের চম্পকনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাঙ্গামাটি মেডিকেল কলেজে অস্থায়ী ভিত্তিতে ২২ জন ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহে ‘ক্যাটাগরি-৫’এর দরপত্র জমা দিতে গেলে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের সত্ত্বাধিকারী জয়ন্ত লাল চাকমা ও তার সহকর্মীদের কাছ থেকে অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দরপত্রের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন বিকালে বাদী হয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা দেন জয়ন্ত লাল চাকমা। মামলায় মুজিবুর রহমান দীপু, শফিউল ও শাহ এমরান রিপন- এ তিনজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত লাল চাকমা বলেন, ঘটনার দিন আমরা দেড় লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরপত্র জমা দিতে গেলে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রবেশ গেটেই আমাদের গতিরোধ করে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দরপত্র প্যাকেটটি ছিনিয়ে নেয়। পরে ওই তিনজনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি। তাদের মধ্যে মুজিবকে পুলিশ গ্রেফতার করেছে ।

এবিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযুক্তদের মধ্যে মুজিবকে গ্রেফতারের পর আদালতে চালান দেওয়া হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।