থানচি উপজেলা নিবার্হী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥
বান্দরবানে থানচিতে নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমানী (ইউএনও) বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, এই বিদায়ী থানচি নির্বাহী অফিসার (ইউএনও) নিরলসভাবে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রগতি ভুমিকা রেখেছেন।
তিনি আরো বলেন, তিনি এ উপজেলায় মাত্র দেড় বছর দায়িত্ব পালন কালে এলাকার সকল শ্রেনির মানুষের মাঝে আস্থাভাজন, সম্মানজনক ব্যক্তি ও স্নেহের পাত্র বনে যান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহুল চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), মহিলা ভাইস-চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথামিক শিক্ষা সহকারী অফিসার মিজান উদ্দিন, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমুখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, ইউপি সচিববৃন্দ, সাধারন সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানচি টুরিস্ট গাইড সমিতি সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উপজেলায় কোন উপজেলা নির্বাহী অফিসার এ প্রথম বিদায় সংবর্ধনা ও সম্মাননা ভুষিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী জনপ্রিয়তার কথা উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্যের বলেন, আজ বিদায় হয়ে যাওয়ার পরও উনার কাজের জন্য প্রিয়পাত্র স্থানে দীর্ঘদিন স্মরণ করে রাখবে থানচিবাসী।