বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মানিকছড়ি ইউপি চ্যাম্পিয়ন-তিনটহরী রানার্স আপ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। খেলায় তিনটহরী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১নং মানিকছড়ি ইউনিয়ন সদর ইউনিয়ন পরিষদ।
বুধবার (১১ মে) বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ইউনিয়ন পর্যায়ে খেলায় ১নং মানিকছড়ি ইউনিয়ন ১-০ গোলে ২নং বাটনাতলী ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
খেলার দ্বিতীয় ম্যাচে তিনটহরী ইউনিয়ন ৩-০ গোলে যোগ্যাছোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় ১নং মানিকছড়ি ইউনিয়ন একাদশ তিনটহরী ইউনিয়ন একাদশকে ১-০ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, ওসি মোহাম্মদ শাহনূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোঃ রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও খেলা পরিচালনা করেন মোঃ শহীদুল্লাহ সজীব, আবদুল্লাহ আল মামুন, মোঃ রেজাউল খান সোহেল, সহকারী রেফারী মোঃ হোসেন।