কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
॥ নিজস্ব প্রতিবেদক॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শিতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে দুই পর্যটক নিখোঁজ এর মধ্যে লোকেশ বৈদ্য (১৯) নামে একজন পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এরমধ্যে অপূর্ব শাহা (১৮) নামে আরো একজন পর্যটক নিখোঁজ রয়েছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
তিনি জানান, চট্টগ্রাম জেলা থেকে ৬ জন পর্যটক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে আসে। এসময় তারা উপজেলার শিতারঘাট এলাকায় খরস্রোত কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে এরমধ্যে পানিতে দুইজন তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ,নৌবাহিনী এবং ডুবুরিদের খবর দিলে তারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লোকেশ বৈদ্য নামে একজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরো জানান, এখনো নদীতে অপূর্ব শাহা নামে আরো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে নৌবাহিনী এবং ডুবুরির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।