[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অবশেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু অর্থনীতির চাকাও ঘুরবেপ্রকৃতির কাছে আমরা সবাই অপরাধী রাঙ্গামাটিতে বৃক্ষ মেলায়: উপদেষ্টা সুপ্রদীপ৫ আগস্ট বিজয় দিবস পালন উপলক্ষ্যে রাজস্থলীতে বিএনপির সভারাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশকাপ্তাইয়ে পুলিশের তল্লাশিতে তামার তারসহ পাচারকারী আটকবান্দরবানের থানচিতে গ্রামীণ সড়ক হলেও সেতুর অভাবে ১২০ পরিবারকাপ্তাইয়ে মাতৃ সম্মেলন ও বৈদান্তিক বিদ্যালয় উদ্বোধনরাঙ্গামাটির কাপ্তাইস্থ ব্যাঙছড়ি সড়কের সংযোগ ব্রিজ দুই বছরেও সম্পন্ন হয়নিরামগড় উপজেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিনের মৃত্যুবাঘাইছড়িতে সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা বিজিবি জোন
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে বনবিভাগের অভিযানে কাঠ জব্দ

৯৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে অবৈধ কাঠ পাচারের সময় ২৮৮ টুকরো গোল সেগুন কাঠ জব্দ করেছেন বনবিভাগ। জব্দকৃত কাঠ গুলো মোঃ মিনহাজ উদ্দিন রোকন প্রকাশ রোকন মাষ্টারের। সোমবার রাত সাড়ের নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৈক্ষ্যং ইউনিয়নের কাকড়ার ঝিরি দূর্গম থেকে অবৈধ কাঠ জব্দ করেন তৈন রেঞ্জ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ কাঠ পাচারের জন্য কাকড়ার ঝিরির দূর্গম এলাকায় বনবিভাগের অনুমতি বিহীন কাঠ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ২৮৮ টুকরো গোল সেগুন কাঠ জব্দ করেন লামা বন বিভাগের আওতাধীন তৈন রেঞ্জ। বনবিভাগ কাকড়ার ঝিরি অভিযানে যাচ্ছেন এমন তথ্য পেয়ে কাঠ পরিবহনের জন্য নিয়ে যাওয়া পাওয়ার টিলার সরিয়ে ফেলেন রোকন মাষ্টার ।

তৈন রেঞ্জ কর্মকর্তা শাহাজান চৌধুরী জানান, গোল সেগুন কাঠ জব্দ করা হয়েছে। কিন্তু দূর্গম এলাকায় হওয়ায় রাতে আনা সম্ভব হয় নি,মঙ্গলবার সকালে আনা হয়েছে। কাঠগলো রাতে বন বিভাগের সদস্যরা পাহারা দেন। জব্দকৃত কাঠের বিষয়ে বনবিভাগের কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানান তিনি।