[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় লিটার প্রতি ১৫২ টাকা সয়াবিন বিক্রি করছে মোঃ জমির

৬৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৫২ টাকা বিক্রয় হয়েছে। শনিবার সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে হাটের দিনে ১৫২ টাকা ধরে তেল বিক্রি করেছে সততা স্টোরের স্বত্বাধিকারীরা মোঃ জমির উদ্দিন।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকে বোয়ালখালী নতুন বাজারে ৫ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হয় ৭৬০ টাকা ধরে। খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকে অনন্ত ৫ শত ক্রেতাদের মাঝে ১৫২ টাকা ধরে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে।

সততা স্টোরের স্বত্বাধিকারীর দোকানদার মোঃ জাহিদুল ইসলাম জানান, তেলের দাম বেড়েছে শুনেছি প্রতি লিটারে ৩৮ টাকা। ডিলারে ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে, পূর্বের কম দামে ক্রয় করা ২ হাজার ৫শত লিটার সয়াবিন তেল কয়েকদিন আগে স্টোরে রেখেছি তাই পূর্বের ধরেই বিক্রয় করেছি। নতুন তেল আসলে বর্তমান বাজার মূল্যে বিক্রিয় করবো। সয়াবিন তেল কিনতে আসা ক্রেতা মোঃ হানিফ বলেন, তেলের দাম বেড়েছে শুনেছি, কম দামে পেয়েছি তাই ১০ লিটার কিনেছি। প্রতি লিটার ১৫২ টাকা ধরে পেয়েছি। স্বার্ণারানী ত্রিপুরা ও জীবন চাকমা আগের দামে তেল বিক্রি করায় আমারাও তেল কিনতে এসেছি সসতা স্টোরে।