দীঘিনালায় লিটার প্রতি ১৫২ টাকা সয়াবিন বিক্রি করছে মোঃ জমির
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৫২ টাকা বিক্রয় হয়েছে। শনিবার সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে হাটের দিনে ১৫২ টাকা ধরে তেল বিক্রি করেছে সততা স্টোরের স্বত্বাধিকারীরা মোঃ জমির উদ্দিন।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকে বোয়ালখালী নতুন বাজারে ৫ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হয় ৭৬০ টাকা ধরে। খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকে অনন্ত ৫ শত ক্রেতাদের মাঝে ১৫২ টাকা ধরে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে।
সততা স্টোরের স্বত্বাধিকারীর দোকানদার মোঃ জাহিদুল ইসলাম জানান, তেলের দাম বেড়েছে শুনেছি প্রতি লিটারে ৩৮ টাকা। ডিলারে ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে, পূর্বের কম দামে ক্রয় করা ২ হাজার ৫শত লিটার সয়াবিন তেল কয়েকদিন আগে স্টোরে রেখেছি তাই পূর্বের ধরেই বিক্রয় করেছি। নতুন তেল আসলে বর্তমান বাজার মূল্যে বিক্রিয় করবো। সয়াবিন তেল কিনতে আসা ক্রেতা মোঃ হানিফ বলেন, তেলের দাম বেড়েছে শুনেছি, কম দামে পেয়েছি তাই ১০ লিটার কিনেছি। প্রতি লিটার ১৫২ টাকা ধরে পেয়েছি। স্বার্ণারানী ত্রিপুরা ও জীবন চাকমা আগের দামে তেল বিক্রি করায় আমারাও তেল কিনতে এসেছি সসতা স্টোরে।