কাপ্তাইয়ে ১৮৬ জন ইমাম মুয়াজ্জিনকে খাদ্য সহায়তা তুলে দিলেন ইউএনও
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে কাপ্তাইয়ে খাদ্য সহায়তা পেলেন ইফার ১৮৬জন শিক্ষক। কাপ্তাই উপজেলার বিভিন্ন মসজিদের ১৮৬ জন ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে ভিজিএফ চাল।
রবিবার সকালে কাপ্তাই উপজেলা রেস্ট হাউস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রতিজনকে ১০ কেজি করে চাল তুলে দেন। এসময় কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।