[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও করোনা সামগ্রী বিতরণ

৫৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০এপ্রিল) সকালে উপজেলা পরিষদের মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান ও উপজেল পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে এসকল সামগ্রী তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংলাপ্রু মারমা, উপসহকারী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, জাইকা উপজেলা কর্মকর্তা জিনু চাকমা,স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত প্রমুখ।

এর আগে উপজেলা চেয়ারম্যান এর কার্যালযয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে জাইকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ এবং উপজেলার কৃষকদের জন্য পাওয়ার টিলার ক্রয় অন্যতম।

উল্লেখ্য, উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় নানিয়ারচর উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৪৫ জোড়া বেঞ্চ টেবিল বিতরণ করা হয়।