[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত, আহত আরো ১৬

১২৭

॥ আরিফুর রহমান ॥

রাঙামাটিতে নির্মানাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আরো অন্তত ১৬ জন আহত হয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দেপ্যছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ রফিক (৩০), সে শহরের ২নং পাথর ঘাটা এলাকায় থাকে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, ঢালাই দেওয়ায় পূর্ব মুহূর্তে নির্ণামাধীন ব্রীজটি ধসে পড়ে। এতে ব্রীজে কাজ করতে থাকা শ্রমিকেরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় রফিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিতন চাকমা জানান, ব্রীজ ধসে পড়ে আহতদের অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়, এদের মধ্যে একজন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ নাজুক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, ঢালাইয়ের সময় ব্রীজ ভেঙে একজন নিহত হয়। এতে আরো অন্তত ১৬ জন আহত হন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে আসামবস্তি হয়ে কাপ্তাই ১৯ কিলোমিটার সড়কের একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেতু নির্মাণ করছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই সড়কের মগবান ইউনিয়নের বড়াদম এলাকার দেপ্যছড়িতে নির্মিতব্য ১২০ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৩৬ মিটারই ধসে পড়ে।