রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
অর্থ ছাড়াই অসহায় মানুষকে আইনী সহায়তা দিতে সরকারের লিগ্যাল এইড
॥ নিজস্ব প্রতিবেক ॥
দেশের প্রতিটি জেলা, শহর তথা গ্রাম অঞ্চলের অসহায় মানুষকে অর্থ ছাড়াই তাদেরকে আইনী সহায়তা দিতেই সরকারের লিগ্যাল এইড এর কাজ। যে কোন আইনী সমস্যা হলে সংশ্লিষ্ট লিগ্যাড এইড এ আসুন কোন ধরনের অর্থ ব্যয় ছাড়াই সম্পূর্ন সহায়তা দিবে লিগ্যাল এইড এর দায়িত্বে নিয়োজিত বিচারক ও আইনজীবি। বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকালে ‘জাতীয় আইনী সহায়তা দিবস’ ২০২২ পালন অনুষ্ঠানে উপস্থিত বিচারক এবং আইনজীবি ও আইনের সাথে সংশ্লিষ্ট সরকারী পদস্থ কর্মকর্তারা এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন, জনাব মোঃ নুরুল ইসলাম (জেলা ও দায়রা জজ) চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি, বিশেষ অতিথি ছিলেন, অংসুইপ্রু চৌধুরী, চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা পরিষদ, বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন, (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মোঃ ফারুখ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, মোঃ আল মামুন মিয়া, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট, মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটি, মোঃ রফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি), আকবর হোসেন চৌধুরী, মেয়র রাঙ্গামাটি পৌরসভা, অ্যাড মোখতার আহম্মেদ, সভাপতি, জেলা আইনজীবি সমিতি। সভার প্রধান সঞ্চালনায় ছিলেন, মোঃ জুনাইদ (সিনিয়ির সহকারী জজ) ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ বলেন, প্রধানমন্ত্রীর যে চিন্তা দেশের একজন মানুষও যেন বিচার সহযোগীতা থেকে বঞ্চিত না থাকে এবং ভুমি ও গৃহহীন না থাকে তাই তিনি তাঁর কাজ সুন্দর ভাবেই করে যাচ্ছেন। তিনি দেশের অসহায় মানুষ সরকারী খরচে যাহাতে আইনী সহায়তা পায় তার জন্য লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেছেন। বিনা খরচে আইনী সহায়তা পাবে এটি অনেকে জানতো না। দায়িত্বে থেকে সুন্দর সুন্দর কথা বললে হবে না। জনপ্রতিনিধি এবং আইনজীবি সকলেই মিলে লিগ্যাল এইডকে সহায়তা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে, অংসুইপ্রু চৌধুরী বলেছেন, লিগ্যাল এইড যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার বাস্তবায়ন হলে এখানকার মানুষ উপকৃত হবে। পার্বত্য চট্টগ্রামের কোন দূর্গম এলাকা হইতে বিচারপ্রাথীর এখানে এসে বিচার চাওয়া খুবই কষ্টের, সেক্ষেত্রে লিগ্যাল এইড এর মাধ্যমে তার সমাধানও করা সম্ভব হবে। তিনি বলেন, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব পালন করার সময় বিচার বিষয়ে আমারও কিছু কিছু অভিজ্ঞতা আছে। কিন্তু কিছু দুষ্টু, খারাপ ও দালালের কারনে বিচার বিভাগের উপর মানুষ আস্থাহীনতায় ভুগছে। তাই লিগ্যাল এইড এর কর্মসুচী শহর থেকে ইউনিয়ন পর্যন্ত পৌঁছালে মানুষের কল্যাণই হবে। লিগ্যাল এইড এর কাজ পরিচালনার ক্ষেত্রে জেলা পরিষদ সবসময় সহায়তা করবে।
এর আগে সকাল সাড়ে আট ঘটিকায় সকল অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে জাতীয় আইন সহায়তা দিবস এর কার্যক্রম শুরু হয়। পরে একটি র্যালী বের হয়ে বনরূপাস্থ প্রেট্রোলপাম্প চত্তর ঘুরে আবারো আদালত প্রাঙ্গনে এসে আলোচনাসভায় মিলিত হন সকলেই।