রাঙ্গামাটিতে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে জেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিউ মার্কেট এর (২য় তলায়) একটি হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সদস্য আরফান আলী, রাঙ্গামাটি জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর, সহ-সভাপতি নাছের উদ্দীন, লেহাজ উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা মহিলা পার্টির আহবায়ক সুফিয়া কামাল জিমি,জেলা মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মালেক সওদাগর, চেম্বার অব কমার্স এর পরিচালক মোঃ নিজাম উদ্দিন, রাঙ্গামাটি এপেক্স ক্লাবের সভাপতি মোঃ শামীমসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।