বান্দরবানে হত-দরিদ্র পরিবার মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে সুবিধাভোগী হত-দরিদ্র পরিবার মাঝে প্রতি কেজি ১০ টাকায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে কাইচতলী এলাকায় প্রবেশমুখে সুবিধাভোগী মাঝে খাদ্যশস্য বিতরণ করেন ৪নং সুয়ালক ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা।
এসময় এহসান উল্লাহ ডিলার কেন্দ্র হতে সুয়ালক ইউনিয়নের ২,৩,৮ ও নং ওয়ার্ডের প্রতি কেজি ১০ টাকা করে ২শত ২৫ টি পরিবারকে ৩০ কেজি করে ৬ হাজার ৭শত ৫০ কেজি খাদ্যশস্য বিতরণ করা হয়।
বিতরণীকালে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মজান আলী, ৯নং ওয়ার্ডের দুদ মিয়া সহ সর্বসাধারণ সুবিধাভোগী ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে খাদ্যশস্য ডিলার এহসান উল্লাহ জানিয়েছে, প্রতি সপ্তাহের মধ্যে তিন দিন খাদ্য বিভাগ বাস্তবায়নে সুবিধাভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়। যার মূল্যে প্রতি কেজি ১০ টাকা।