[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধনরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫০০ পরিবারের মাঝে বিজিবি ’র খাদ্যশস্য বিতরণলংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা, মাত্র ২ জন চিকিৎসকবাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা উদ্ভোধন

৭৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

সঠিক পুষ্টিতে সুস্থ জীবন প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ কমম্পেøক্স‘র আয়োজেেন ও এনজিও লীন এর সর্বিক সহয়োগীতায় উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে পুষ্টি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ কমম্পেøক্স কর্মকর্তা ডা. তনয় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো: আব্দুলা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, এনজিও দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা প্রমূখ।

এতে অংশনেয় এনজিও লীন এর কিশোর-শিশোরী ক্লাবে সদস্যরা। আলোচনা সভায় ডা. তনয় তালুকদার বলেন, পুষ্টি কোন আলাদা উপাদান নয়, এটা খাবারের গুন, কোন খাবারে বেশি পুষ্টি আছে জানতে হবে। পুষ্টিকর খাবার না খেলে শিশুদের বুদ্ধি বিকাশ হয় না, কিশোর-কিশোরীদের স্বাস্থ সুগঠন হয় না। গর্ভবস্থায় মাদের পুষ্টিকর খাবার না খেলে সন্তান বিকলাংঙ্গ হতে পারেব। তাই সকলকে সচেতন হতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে। প্রধান অথিতির বক্তব্যে সীমা দেওয়ান বলেন, বাড়ি আঙ্গিনার আশে পাশে পুষ্টিকর শাকসবজি চাষ করা যায়, পারিবারিক পুষ্টির চাহিদা পূরন করা সম্ভম। শাক সবজি অবশ্যই তেল দিয়ে রান্না করে খেতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা বলেন, বাংলাদেশ এখন খাদ্য সংসম্পূর্ন, পেট ভরে খাবার খেলে হবে না। খাবারের পুষ্টিগুন সম্পর্কে জানতে হবে, অনেকের ধারনা পুষ্টিকর খাবারের দাম বেশি তা সম্পূর্ণ ভূল। দামি খাবারে পুষ্টিগুন কম থাকে। বেশিও শাক-সবজি ফলমূলে প্রচুর পরিমান পুষ্টির গুন থাকে। পুষ্টিরগুন জেনে খাবার গ্রহন করতে হবে এবং খাবারে পুষ্টিগুন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। কিশোর- কিশোরীর স্বাস্থ ভাল দেশের স্বাস্থ ভাল। আলোচনা সভাশেষে ১শত জন দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাবর বিতরন করা হয়।