চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালে কোভিড- ১৯ কারনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনেএটি অনুষ্টিত হয়।
হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে কমিউনিটি হেলথ প্রোগাম ২৫ জন নারী সদস্য দলের মাঝে বিতরণ করা হয়। কমিউনটি হেলথ প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চলনায় বিতরণ কার্যক্রম বিতরণ করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ কমিউনিটি হেলথ প্রোগাম এর স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।