মানিকছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উদ্ভাবনী কাজে লাগাই-ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই’-এই প্রতিপাদ্যে সোমবার (২৫ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক (স্বাস্থ্য) এর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাফুজ, ব্র্যাক ম্যানাজার (স্বাস্থ্য) মিলন ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল চাকমাসহ ব্র্যাক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. রতন খীসা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ ১৩টি জেলা ম্যালেরিয়া প্রবণ এলাকা। কীটনাশক মিশ্রিত মশারী ব্যবহার ও জ্বর হরেই যাতে দেরি না ককের দ্রুত ম্যালেরিয়া পরিক্ষা করে নিশ্চিত হওয়ারও পরামর্শ দেন। কেননা বর্তামান বর্ষা মৌসুমে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার আমার সকলের সচেতনতাই পারে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ তথা বিশ্ব গড়ে তুলতে।