[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে প্রথমবারের মতো ফায়ার সার্ভিস চালু

৪০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে সর্বপ্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস ষ্টেশন উদ্ধোধন করে ষ্টেশনের কার্যক্রম চালু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অগ্নিনির্বাপণ কেন্দ্র পেয়ে খুশি উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে থানচি বাজারে ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

রবিবার (২৪ এপ্রিল) সরাসরি গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কমফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ষ্টেশনটি উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সারাদেশে ৪০টি ফায়ার সার্ভিস ষ্টেশনের সঙ্গে বান্দরবানে রুমা ও থানচি উপজেলা ২টি ফায়ার সার্ভিস ষ্টেশন উদ্ধোধনে আওতায় আনা হয়।

জানা যায়, ২০১৭ সালে ২২ জুলাই পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণায়ের তৎকালীন প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) থানচিতে ফায়ার সার্ভিস ষ্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বান্দরবান গণপূর্ত বিভাগের প্রায় ১১ কোটি টাকা ব্যয়ের গত সাড়ে ৫ বছরে এর নির্মাণ কাজ শেষ হয়।

এদিকে থানচি বাজারে ব্যবসায়ীরা জানান, এ পর্যন্ত ৩ বার ভয়াবহ অগ্নিকান্ডে থানচি বাজার আগুনে পুড়ে সবকিছু হারিয়ে প্রায় নিঃশ্ব হয়ে গিয়েছিল বাজার ব্যবসায়ীরা। এখন পর্যন্ত কেউ কেউ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কাটতে উঠতে পারিনি। সে সময় উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন থাকলে এত বেশি দোকানের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল না।

সংশ্লিষ্ট সূতে জানা গেছে, থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস ষ্টেশনটি উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে চলতি বছরের ফ্রেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করা হয়। আরো জানা যায়, ২টি গাড়ি, ৭জন ফায়ার ফাইটার, ৩জন চালক ও ১জন সাব-ষ্টেশন কর্মকর্তা নিয়ে ২৪ ঘন্টা সেবাদানের পুরোপুরি প্রস্তুত এই ফায়ার ষ্টেশন প্রতিষ্ঠান। আনুষ্ঠানিক উদ্ধোধনের আগেই জনবান্ধন কার্যক্রম পরিচালনা করে উপজেলাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এদিকে থানচি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা বলেন, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থানচি উপজেলায় এসে এ অঞ্চলে মানুষের সমস্যা নিজ চোখে দেখেছেন। তাঁর দৃষ্টিগোচর হওয়া আজকের ফায়ার সার্ভিস ষ্টেশনসহ শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা, যোগাযোগ, বাসস্থান, খাদ্য বান্ধব ব্যবস্থাসহ নানান ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। তিনি আরো বলেন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এর সহযোগীতায় বান্দরবানে থানচিকে মডেল উপজেলায় পরিণত করতে সরকারের পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কাজ করে যাচ্ছে।

থানচি ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মিয়া জানান, ইতিমধ্যেই থানচি বাজারে অধিকাংশ দোকানে ফায়ার ইষ্ট্রিং বুষ্টার দিয়েছি। বাজারসহ আশেপাশে এলাকার দোকানে ফায়ার ষ্টেশনে অফিসের ফোন নম্বর সবার কাছে পৌঁচ্ছে দেওয়ার কাজ চলছে।

থানচি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, স্বাধীনতা পরবর্তীতে এ অঞ্চলে কোনো ফায়ার সার্ভিস ষ্টেশন ছিল না। পাবর্ত্য মন্ত্রী বীর বাহাদুর সহায়তায় ফায়ার সার্ভিস ষ্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপনে বান্দরবান গণপূর্ত বিভাগের নির্মাণ কাজ করা হয় ষ্টেশনটি। এই ফায়ার সার্ভিস ষ্টেশনের উপজেলাবাসীর আস্থা অর্জনে সেবাদানের কাজ করে যাবে ষ্টেশনের কর্মকর্তারা।