আলীকদমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
উক্ত ইফতার মাহফিলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এর আমন্ত্রণে ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।