[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৭ লক্ষ পিস ইয়াবা সহ আটক-৫

৪৭

॥ মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি ॥

মাদক ইয়াবায় যেন ছেয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। বিজিবি, সেনা পুলিশ, র‌্যাব গোপন সংবাদ পেয়ে বিভিন্ন সময়ে টানা অভিযান চালিয়ে মাদক সহ এর সাথে জড়িত কারবারীদের আটক করলেও তারপরেও কমছে না এ ব্যবসা। স্থানীয় প্রশাসন সহ আইনসৃংখলাবাহিনীর সদস্যরা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যার ফলশ্রুতিতে এবার ঈদকে সামনে রেখে পাচারকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির সীমান্তের রেজুপাড়া পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রেজুপাড়া বিওপির অভিযানে নাইক্ষ্যংছড়ির স্বরণ কালের বৃহহত্তর ইয়াবার চালান উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা পাচারের ২টি সেন্ডিকেট এর মধ্যে প্রধান ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম।

বিজিবি সূত্র আরো জানান, গত ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কড়ইবুনিয়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জনৈক ইকবাল হোসেনের বাড়ি তল্লাসী করেন বিজিবি। এ সময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে আটক করে ৫০ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর ফের রেজুপাড়া অভিযান পরিচালনা করে আরো ৬ লাখ ইয়াবা জব্দ করতে সক্ষম হন ৩৪ বিজিবির এ বিশেষ টিম।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হোসেন কবির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন, অস্ত্র, মাদক উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়াও অসহায় মানুষ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা দিয়ে আসছেন। মাদকের বিষয়ে ভবিষ্যতে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইতির্পুবে অভিযান চালিয়ে যেসব মাদক উদ্ধার করা হয়েছে তার মধ্যে এটাই সর্বোচ্চ বলে বিজিবি জানিয়েছে।