নাইক্ষ্যংছড়িতে ১২টি বিদেশি মদের বতল ও ৬৩ টি বিয়ার উদ্ধার
॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমে বিদেশি মদের বতল ও বিয়ার উদ্ধার করেেছ পুলিশ।
বৃহস্পতিবার ২১ এপ্রিল) উপজেলার ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত পয়েন্টের থেকে এ সব মাদক উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশের ইনচার্জ সোহাগ রানাসহ পুলিশ এ অভিযান চালিয়ে ঘুমধুম সীমান্ত পয়েন্টের পশ্চিম পাড়া থেকে এসব বিদেশী মদের বোতল ও ৬৩ টি বিদেশী রিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি টানটু সাহা বলেন, ঈদকে সামনে রেখে এ-সব মাদক কারবারীরা বেপরওয়া হয়ে উঠছে। তাই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও রাত-দিন অভিযান চালাচ্ছে,যাতে মাদকের চালান যেন বাংলাদেশে ঢুকতে না পারে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।