॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১এপ্রিল) সকালে ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার ফহমিদা মুস্তফা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা প্রমূখ। এতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।