বান্দরবানের রোয়াংছড়ি পহেলা বৈশাখ পালিত
॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে উপজেলা প্রশাসন উদ্দ্যোগে আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রোয়াংছড়ি বঙ্গাব্দ ১৪২৯ বরণে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা রোয়াংছড়ি পরিষদ থেকে শুরু করে বাজারে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ করা হয়। পরে উপজেলা মিলনায়তনে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন রোয়াংছড়ি কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বয়সের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে মার্মা, ত্রিপুরা, বম জনগোষ্ঠীর পাহাড়ের ক্ষুদ্র জনগোষ্ঠী সহ বাঙ্গালী জাতির ঐতিহ্যের বাহি নাচে- গানে মাধ্যমে বর্ষ বরণ করা হয়।
শোভাযাত্রায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান এলাহি অনুপম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহম্মদ আবদুল মান্নান, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.কামাল হোসেন, উপজেলা দপ্তরের কর্মকর্তা ও কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ পার্বত্য পাহাড়ি-বাঙালিসহ সকল জনগোষ্ঠীর তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং নারী-পুরুষেরা নিজস্ব পোশাকে ভিন্ন ভিন্ন সাজে অংশ নেয়।