[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে শুরু হলো সাংগ্রাই উৎসব

৪১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“পুরনো দিনের সব গ্লানি মুছে যাক সাংগ্রাই এর মৈত্রীময় জ্বলে, বুনোফুলে সৌরভ ছড়াবো পাহাড়ে পাহাড়ে” এই প্রতিপাদ্যের থানচি উপজেলা মাহা সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির কর্তৃক আয়োজনের প্রতি বছরের মতো এ বছরেও মারমা সম্প্রদায়ের বর্ষ বরণে বান্দরবানে থানচিতে মাহা সাংগ্রাই উৎসব শুরু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বর্ষ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই পালিত হচ্ছে। বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের প্রাণের সাংগ্রাই উৎসবের মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।

এসময় শোভাযাত্রায় অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, প্রশাসনের (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমাসহ থানচি উপজেলার বিশিষ্টজনেরা। এছাড়াও যুব সমাজের তরুণ তরুণী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপজেলা মাহা সাংগ্রাইন পোয়েঃ উৎসব উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজক থানচি উপজেলা সাংগ্রাইন পোয়েঃ উৎসব উদযাপন কমিটি এর সূত্রে জানা গেছে, থানচিতে এবার কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, বিভিন্ন বিহারে ধর্ম দেশনা শ্রবণসহ বিভিন্ন ধরনে ঐতিহ্য খেলাধুলা আয়োজন করা হয়েছে। আগামীর ১৭ এপ্রিলে দুপুর ২টায় থেকে কেন্দ্রীয় ভাবে সাংগ্রাইন জলকেলী উৎসব অনুষ্ঠিত হবে। এবং রাতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মাহা সাংগ্রাই পোয়েঃ আনন্দময় অনুষ্ঠানে স্ববান্ধব সকলে আমন্ত্রণ জানালেন আয়োজকরা।

এদিকে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা জানায়, এই দিনের মূলত পুরাতন বছরকে পিছনে ফেলে নতুন বছরকে বরণে চিন্তা ধারায় মাহা সাংগ্রাই উৎসব পালন করা হয়। সবান্ধব আনন্দময় সাংগ্রাই উৎসবের ছোট বড় সকলে মিলে একত্রে উপভোগ করে থাকি।

তাঁরা আরো জানায়, মাহা সাংগ্রাই উৎসবের মারমাদের প্রতিটি পাড়া- মহল্লায় নাচেগানে আনন্দের উল্লাসে মেতে ওঠে। এবং পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী জলকেলীসহ খেলাধুলা ও ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরবে।

উল্লেখ্য, থানচি উপজেলায় মারমাদের এবার ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নানান আয়োজনে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা করা হয়।