[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদু থানা পুলিশের সহযোগীতায় ঘর পেলো বিনয় চাকমা

৪০

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপির গৃহীত প্রকল্পের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন করল্যাছড়ি এলাকায় লংগদু থানা পুলিশের সহযোগীতায় ঘর পেলো গৃহহীন বিনয় চাকমা।

গত ১০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে ভার্চুয়াল পদ্ধতি বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ির শুভ উদ্ধোধন করা হয়।

ঘর পেয়ে অসহায় বিনয় চাকমা বলেন, আমি লংগদু থানার আটারকছড়াতে আমার পরিবার নিয়ে খুব কষ্টে রোদে পুরে,বৃষ্টিতে ভিজে বসবাস করে আসছি। বেশ কিছুদিন আগে আমার স্ত্রীও মারা যায়। আমি তাকে নিয়ে জুম চাষ করে জীবন পরিচালনা করতাম ছোট্ট একটি ঘরে। বর্তমানে আমার ঘরে একটি ছেলেও দুইটি মেয়ে রয়েছে। সংসারে আমি একা শ্রমজীবী হওয়ায় সন্তানদের ভরণপোষণ ও থাকা, খাওয়া যোগান দেওয়া কষ্টকর ছিলো।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি পেয়ে আমি অত্যন্ত খুশি । বাচ্ছাদের নিয়ে একটু শান্তিতে থাকতে পারবো।

তিনি আরো বলেন,আমাকে ঘর দেওয়ার জন্য আমি লংগদু থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বাংলাদেশ পুলিশের জন্য দোয়াকরি এবং দোয়াকরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বিশেষ করে লংগদু থানার বড় স্যার ( ওসি আরিফুল আমিন) এর জন্য দোয়া করি।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি থাকবো। আমরা মনে করি পুলিশ জনগনের বন্ধু, সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।