বিঝু উপলক্ষে জুরাছড়িতে যুবসমাজের ঐতিহ্যবাহী খেলার পুরস্কার বিতরণ
॥ স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
পাহাড়ে শুরু হয়েছে বৈসাবী উৎস। পাড়ায় পাড়ায় এখন আনন্দ ঘন মূহুর্ত। বিঝু উপলক্ষে দুইদিন ব্যাপী চাকমাদের ঐতিহ্য বাহী খেলার আয়োজন করে জুরাছড়ির মিটিংগাছড়ির গবছড়ি এলাকার যুবসমাজ। মঙ্গলবার ফুল বিঝুর প্রথম দিন সন্ধ্যায় আয়োজন করে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, আদিবাসীদের বহু ঐতিহ্যবাহী খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের জাগ্রত করতে হবে,তা না হলে ভবিষ্যত প্রজম্মরা এগুলো জানবেনা। প্রত্যেক এলাকায় স্ব স্ব কৃষ্টি-সংস্কৃতি গুলোকে তুলে ধরার জন্য যুব সমাজের প্রতি আহ্বান করেন তিনি। সাথে এসব খেলা আয়োজন করায় উৎযাপন কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা বলেন, দীর্ঘ দুই বছর মহামারি করোনার কারনে সারাদেশ সহ পাহাড়ে কোন উৎসব ছিলনা,তাই এবার যাহাতে উৎসবমুখর পরিবেশে বিঝু উদযাপন করা হচ্ছে। বিঝুর সময়ে এলাকার জনগণ যাহাতে একটু হলে মিষ্টি মুখ হতে পারেন সেজন্যে জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আক্তারুজ্জামান ফয়সাল,পিএসসি, কিছু অর্থ সহায়তা দিয়েছেন ইউপি চেয়ারম্যানদের, সেই টাকা দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনগণকে বিঝুর প্রথম দিনে মিষ্টি মুখ করান ইউপি চেয়ারম্যান। এসয় জোন কমান্ডার এবং তার পরিবারের জন্য সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করা হয়।
রাঙাচান দেওয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা চারুবিকাশ চাকমা,হেডম্যান মায়ানন্দ দেওয়ান, ইউপি সদস্য কিরন চন্দ্র চাকমা, সুমিতা চাকমা ও উদযাপন কমিটির সদস্য সচিব মোহন চাকমা।
চারুবিকাশ চাকমা বলেন, যেমনি ঐতিহ্য গুলো ধরে রাখতে হবে তেমনি জুরাছড়ি উপজেলার উন্নয়নের লক্ষ্যে সকলের কাজ করতে হবে এজন্য তিনি রাঙ্গামাটি জেলা সদর থেকে জুরাছড়ির উপজেলার যোগাযোগের বর্তমান যে দূর্ভোগ সৃষ্টি হয়েছে এগুলো দু- চোখে না দেখলে বুঝা যায় না, এহেন দূর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পার্বত্য মন্ত্রনালয়,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যদি এগিয়ে আছে তাহলে রাস্তামাথা থেকে আল্যারাম পাড়া হতে সরাসরি বেতছড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা যায়।তাই এসব উর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে সু নজরে এনে এসব জায়গাতে নতুন রাস্তা করার উদ্যোগ গ্রহণ করেন সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোড় দাবী জানান তিনি।
এসময় সুশীল দেওয়ান এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য পল্লব দেওয়ান, সকুন্তলা চাকমা সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রথাগত কার্বারী বৃন্দ।