[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

ঘূর্ণিঝড়ে তান্ডবে লন্ডভন্ড কয়েকটি গ্রাম

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৮৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে প্রতিবেশীর এক মহিলার মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হন তিনি। নিহত কৃষক মধ্যম পাবলাখালী গ্রামের মৃত বর্ষা বিকাশ চাকমার ছেলে।

খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে স্মশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি দৌঁড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে দুর্গম বাঘাইছড়ি উপজেলার সদরের মুসলিম ব্লক এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রাম। এসময় ঘূর্ণিঝড়ে মসজিদসহ ঘরবাড়ি বাগানের গাছপালা সহ নানা মৌসুমি ফসল ধংসস্তুপে পরিনত হয়েছে। বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক জামে মসজিদসহ বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুতের খুঁটি প্রবল ঘূর্ণিঝড়ে উপড়ে পড়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন ফসলাদির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বেশী ক্ষতি হয়েছে মুসলিম ব্লক জামে মসজিদের। তবে ঘূর্ণিঝড়ে এই পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, দুপুরের দিকে মুসলিম ব্লক এলাকায় হঠাৎ করে ঘূর্ণিঝড় ও প্রচন্ড দমকা হাওয়া শুরু হয়ে মসজিদ, গাছপালা, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে। এতে করে বাড়িঘর ও ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে উপজেলার তুলাবন ,মারিশ্যা ও মুসলিম ব্লক এলাকায় মসজিদ, বাড়ি ঘরসহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয় ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।#