পাহাড়ের সামাজিক উৎসব বিঝু উপলক্ষে
জুরাছড়িতে বিশাল ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত
॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সকলের হিতসুখ মঙ্গল কামনায় বিঝু উপলক্ষে সুবলং শাখা বনবিহারের উদ্যোগে বিশাল ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ এপ্রিল) সকালে ধর্মীয় শোভাযাত্রায় গৌতম বুদ্ধের দেহ ধাতু পথ ও ত্রিপিটক খন্ড পরিক্রমা সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
এসময় বিভিন্ন এলাকা থেকে শত শত পূন্যার্থী সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা,বিহার পরিচালনা কমিটি সভাপতি ধলকুমার চাকমা এবং পরম পুজনীয় ভিক্ষু সংঘ ও স্থানীয় সকল গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশ গ্রহণ কালে প্রবর্তক চাকমা জুরাছড়ি উপজেলার সকল জনগণকে বিঝুর শুভেচ্ছা জ্ঞাপন করে যাহাতে বিশ্বের সকল প্রকার অশুভ শক্তি দুরিভূত হয়ে যাহাতে সকলের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় সেজন্য ভিক্ষু সংঘের নিকট প্রার্থনা করেন।