[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

হালদার উজান মানিকছড়ি অংশে অভিনব পদ্ধতিতে চলছে বালু উত্তোলন

৯২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

ছোট্ট একটি নৌকা। তার উপরে বসানো হয়েছে একটি মেশিন। পাড়ে পড়ে আছে বেশ কয়েকটি মোটা প্লাস্টিকের পাইপ। যা দেখে প্রথমে সকলেই ভাববে হয়তো এটি কৃষি জমি চাষাবাদের জন্য পানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হচ্ছে। কিšু‘ না! এটি পানি সরবরাহ করার কাজে নয় বরং অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত করা হয়!

প্রশাসনের চোখকে ফাঁকি দিতেই নেয়া হয়েছে এমন অভিনব কৌশল বলে ধারণা করা হচ্ছে! কেননা, প্রশাসনের আগম টের পেলেই ছোট্ট নৌকাটিকে অন্যত্র সরিয়ে নেয়ার সুযোগ রয়েছে। এলাকার কিছু অসাধু প্রভাবশালী বালু ব্যবসায়ী এমন অভিনব পদ্ধতিতেই বালু উত্তোলন করে চলেছেন এবং তা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন। সেখানে বালু উত্তোলনের নেই কোনো সরকারি ইজারা। অথচ ট্রাকের পর ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। বলছিলাম মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত মানিকছড়ি ও হালদা খালের মিলনস্থল আসাদতলী এলাকার মানিকছড়ি খালের উপর নির্মিত ব্রীজ সংলগ্ন এলাকার কথা! এছাড়াও কালাপানি এলাকারও বেশ কিছু স্থান থেকে নির্ধিধায় তোলা হচ্ছে বালু। দিনের বেলায় তা ট্রাকে করে যাচ্ছে চট্টগ্রামসহ পার্শ¦বর্তি এলাকায়!

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার আসাদতলী এলাকায় মানিকছড়ি খাল গিয়ে মিলিত হয়েছে হালদা খালের সাথে। আর সেখান ধেকে অভিনব পদ্ধতিতে তোলা হচ্ছে বালু। যা কিনা হালদা খালকে নানা ভাবে প্রভাবিত করছে। ব্যহত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতিবিধি এবং ভাঙ্গণের দেখা দিয়েছে খালের পাড়। শুধু যে আসাদতলীতে ইজারা বহিরর্র্ভূত বালু উত্তোলন করা হচ্ছে এমনটি কিন্তু নয়। যোগ্যাছোলার দক্ষিণ কালাপানি মসজিদ সংলগ্নসহ ইউনিয়নের বেশ কিছু এলাকায় চলছে বালু উত্তোলনের মহাউৎসব। যার ফলে ভাঙ্গণের কবলে পড়ছে পার্শবর্তি কৃষি জমি ও রাস্তা-ঘাট! তবে এ কাজের সাথে কারা জড়িত রয়েছেন তাদের কোনো তথ্য দিতে চাননা স্থানীয়রা। তবে জানান গেছে, ঐ এলাকার প্রবাবশালী ইউপি সদস্য তৈয়ব আলী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ জামাল উদ্দিন পাটোয়ারী চক্রের সদস্যরা বালু উত্তোলনের কাজে জড়িত রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, আমি সবে মাত্র মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এসেছি। তবে সত্যি যদি এমন কিছু হয় তাহলে যারা অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার আশ^াস দেন তিনি।