রোয়াংছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে রোয়াংছড়িতে নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুইচাই পাড়া হতে কলা বোঝায় জীপগাড়ি(বি-৭০) উল্টে গিয়ে সবামনি ত্রিপুরা (৪৫) নামে এক ব্যাক্তি নিহত ও ঘটনাস্থলে আরো ২জন আহত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে তুইচাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। সবামনি ত্রিপুরা তুইচাই পাড়া সুতিজয় ত্রিপুরার ছেলে বলে জানা যায়। এ দুর্ঘটনায় মংপ্রু খিয়াং (৩৩) ও উচিংমং খিয়াং (৩৪) ফ্লংক্ষ্যং পাড়া নিবাসী আহত হয়।
স্থানীয় ব্যক্তির উচপ্রু মারমা (৫৬) বলেন নিহত ব্যক্তি সবামনি ত্রিপুরা কলা ব্যবসা করে আসছে দীর্ঘদিন, তিনি হঠাৎ তুইচাই পাড়া হতে নিয়ে আসা গাড়ি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পরে মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন পাহাড়ে সব জায়গায় উঁচুনিচু রাস্তায় থাকায় ঝুকি নিয়ে বসবাস করে আসছে। পাহাড়ে রাস্তা নিমার্ণের দেখভাল করার মানুষ না থাকায় বেশিভাগ সময় এ ধরনে দূর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন ।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।